"To avoid any delays on your payout and to make sure the right amount of tax is withheld, make sure to provide you Singapore tax info as soon as possible."
এখানে যতো তাড়াতাড়ি সম্ভব আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো জমা দিতে বলছে।এটা খুবই গুরুত্বপূর্ণ।আপনাকে অবশ্যই এটা দিতে হবে।না দিলে হয়তো পরবর্তীতে আপনার এডসেন্স একাউন্টের সমস্যা হতে পারে।আর এসকল তথ্য দিলে এই নোটিশটা চলে যাবে। এখন আপনি যেহেতু বাঙ্গালী, তাই নিশ্চই আপনার সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সম্পর্কিত কোনো তথ্য নেই।
তাহলে কি করবেন ? আপনার সিঙ্গাপুরের টিন সার্টিফিকেট না থাকলে, বা সিঙ্গাপুরের টিন সম্পর্কিত কোনো তথ্য না থাকলেও কিভাবে এই তথ্যটি পূরণ করবেন, সেটাই এই পোস্টে দেখাবো। তাহলে চলুন, শুরু করা যাক।
Start Now
১। প্রথমে আপনার গুগল এডসেন্স একাউন্টে লগ ইন করুন।তারপর বাম পাশে পেমেন্টস ইনফো মেনুতে ক্লিক করুন। যদি মোবাইল থেকে কাজটি করে থাকেন, তাহলে ক্রোম ব্রাউজার ব্যবহার করুন এবং উপরে থ্রিডট অপসনে ক্লিক করে সেখান থেকে ডেক্সটপ সাইটে টিক মার্ক করে দিলে কম্পিউটারের মতই দেখাবে। এবং এই ভিডিওর সাথে মিলে যাবে। যাতে করে আপনার বুঝতে সুবিধা হবে।
২।লাল রংয়ের ব্যাকগ্রাউন্ডে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সম্পর্কিত ম্যাসেজটি দেখতে পাবেন। এখানে এ্যাড ট্যাক্স ইনফো বাটনে ক্লিক করুন।এবার পেমেন্ট মেনুতে গিয়ে দেখুন সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সম্পর্কিত যে নোটিশটি ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এছাড়া আপনার এডসেন্স একাউন্টটি যে জিমেইল দিয়ে খোলা সেই জিমেইলে গেলে এডসেন্স থেকে একটা মেইল আসছে দেখতে পাবেন। যেখানে লেখা থাকবে ''Your Singapore Tax info has been accepted.'' এই মেইল পাওয়ার অর্থ আপনার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বন্ধুরা, এরই মধ্যে দিয়ে আপনার এডসেন্সের সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করা হয়ে গেল।আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনার সমস্যাটির সমাধান করে ফেলেছেন। আপনাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। ভালো থাকুন। খোদা হাফেজ।
ভিডিও টিউটোরিয়াল দেখুন।
https://www.youtube.com/watch?v=0dNjxmm08HQ