#Advertisement

banner

গুগল এডসেন্স সিঙ্গাপুর ট্যাক্স ইনফো কিভাবে জমা দিবেন ? সিঙ্গাপুরের কোনো ট্যাক্স ইনফরমেসন না থাকলেও যেভাবে এডসেন্সের ট্যাক্স ইনফো জমা দিবেন।

আসসালামু আলাইকুম।যাদের এডসেন্স একাউন্ট রয়েছে, আজকের পোস্ট টি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এডসেন্স একাউন্টে লগ ইন করলে এরকম একটা ম্যাসেজ দেখতে পারবেন। যেখানে বলা হচ্ছে

"To avoid any delays on your payout and to make sure the right amount of tax is withheld, make sure to provide you Singapore tax info as soon as possible."

এখানে যতো তাড়াতাড়ি সম্ভব আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো জমা দিতে বলছে।এটা খুবই গুরুত্বপূর্ণ।আপনাকে অবশ্যই এটা দিতে হবে।না দিলে হয়তো পরবর্তীতে আপনার এডসেন্স একাউন্টের সমস্যা হতে পারে।আর এসকল তথ্য দিলে এই নোটিশটা চলে যাবে। এখন আপনি যেহেতু বাঙ্গালী, তাই নিশ্চই আপনার সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সম্পর্কিত কোনো তথ্য নেই।

তাহলে কি করবেন ? আপনার সিঙ্গাপুরের টিন সার্টিফিকেট না থাকলে, বা সিঙ্গাপুরের টিন সম্পর্কিত কোনো তথ্য না থাকলেও কিভাবে এই তথ্যটি পূরণ করবেন, সেটাই এই  পোস্টে দেখাবো। তাহলে চলুন, শুরু করা যাক।

Start Now

১। প্রথমে আপনার গুগল এডসেন্স একাউন্টে লগ ইন করুন।তারপর বাম পাশে পেমেন্টস ইনফো মেনুতে ক্লিক করুন। যদি মোবাইল থেকে কাজটি করে থাকেন, তাহলে ক্রোম ব্রাউজার ব্যবহার করুন এবং উপরে থ্রিডট অপসনে ক্লিক করে সেখান থেকে ডেক্সটপ সাইটে টিক মার্ক করে দিলে কম্পিউটারের মতই দেখাবে। এবং এই ভিডিওর সাথে মিলে যাবে। যাতে করে আপনার বুঝতে সুবিধা হবে।

২।লাল রংয়ের ব্যাকগ্রাউন্ডে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সম্পর্কিত ম্যাসেজটি দেখতে পাবেন। এখানে এ্যাড ট্যাক্স ইনফো বাটনে ক্লিক করুন। 
৩। এখান থেকে সবুজ রংয়ের এ্যাড ট্যাক্স ইনফো বাটনে ক্লিক করুন। 
৪।নতুন একটি ডাইলগ বক্স আসবে। এখান থেকে  Start Form বাটনে ক্লিক করুন। 
৫। এবার আমাদের সামনে মূল ফরমটি চলে আসবে। এখানে Business Info অপসনে Business Type এর ঘরে ড্রপডাউন মেনু থেকে ''Individual/Sole Proprietor'' সিলেক্ট করুন।
৬।এরপর ''Do you have a Permanent establishment in Singapure ?'' এখান থেকে NO অপসনটি সিলেক্ট করুন। 
৭। ''Are You registered for Singapore Goods and Service Tax (GST) under the Overseas Vendor Registration regime ?'' থেকেও NO অপসনটি সিলেক্ট করুন।
৮। ''Tax exemption এ Are you Eligible for tax exemption ?'' এখানেও NO অপসনটি সিলেক্ট করুন।

৯। এরপর ''Are you eligible for other exemptions or lower tax rates ?'' এখান থেকেও NO অপসনটি সিলেক্ট করুন। সকল তথ্য পূরণ করা শেষ। এবার একবার সকল তথ্যাদি মিলিয়ে নিন। ভুল থাকলে সেটা সংশোধন করে দিন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিন। ব্যাস হয়ে গেল।যদি কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন, তাহলে সিঙ্গাপুর লেখার নিচে  ''Your Tax info has been accepted.'' লেখা একটি ম্যাসেজ পাবেন।

এবার পেমেন্ট মেনুতে গিয়ে দেখুন সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সম্পর্কিত যে নোটিশটি ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এছাড়া আপনার এডসেন্স একাউন্টটি যে জিমেইল দিয়ে খোলা সেই জিমেইলে গেলে এডসেন্স থেকে একটা মেইল আসছে দেখতে পাবেন। যেখানে লেখা থাকবে ''Your Singapore Tax info has been accepted.'' এই মেইল পাওয়ার অর্থ আপনার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বন্ধুরা, এরই মধ্যে দিয়ে আপনার এডসেন্সের সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করা হয়ে গেল।আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনার সমস্যাটির সমাধান করে ফেলেছেন। আপনাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। ভালো থাকুন। খোদা হাফেজ।

ভিডিও টিউটোরিয়াল দেখুন। 


https://www.youtube.com/watch?v=0dNjxmm08HQ


আরো পড়ুন….
গুগল এডসেন্স পিন ভেরিফিকেশন কী ও কিভাবে করবেন ? ভেরিফিকেসন লেটার না আসলে করণীয়।
আপনার ইউটিউব ভিডিওর ভিউ হয় না ? সাবসক্রাইবার ও ওয়াচ টাইম বাড়ছে না ? এই পোস্টে রয়েছে সমাধান। পড়ুন এবং এখুনি পদক্ষেপ নিন।
আপনার ব্লগ বা ওয়েব সাইটকে গুগলে ইনডেক্স কিভাবে করবেন ? গুগল সার্চ কনসোল কী ? এর সুবিধা কিভাবে ব্যবহার করবেন ?
 ফেসবুক প্রফেশনাল মোড কী ? এর বৈশিষ্ট্য ও সুবিধা কী ? ফেসবুক প্রোফাইলে কিভাবে প্রফেশনাল মোড চালু করবেন ?
 ফেসবুক থেকে আয় করার জনপ্রিয় পদ্ধতি সমূহ
ফ্রিতে ব্লগ তৈরি করে অনলাইনে আয় করুন | ব্লগিং করে আয় করার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল | ফুল কোর্স | mbtv24 |

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.